Keno Eto Chai Toke Lyrics (কেন এতো চাই তোকে) Imran | Labiba
keno eto chai toke lyrics imran |
Song Credits:
Song: Keno Eto Chai Toke (কেন এতো চাই তোকে)
Singer: Imran Mahmudul &Fairooj Labiba
Lyrics: Robiul Islam Jibon
Tune & Music: Imran Mahmudul
Album: Keno Eto Chai Toke
Label: Central Music and Video [CMV]
Don’t Forget To See Trending Song arnab dutta tume chara lyrics
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।
দু চোখের কারসাজি
মন বলেছে রাজি,
কি করে আমি আর করবো বারণ।
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।
ভাবনার বন্দরে তোর চলাচল
ভালোলাগে স্বপ্নে এই কোলাহল,
ভাবনার বন্দরে তোর চলাচল
ভালোলাগে স্বপ্নে এই কোলাহল,
তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে
হওয়াতে শুনি তোর কথোপকথন।
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।
প্রতিদিন বেড়ে যায় তোর মায়াজাল
প্রেমের ঘোরে আমি হই বেসামাল,
প্রতিদিন বেড়ে যায় তোর মায়াজাল
প্রেমের ঘোরে আমি হই বেসামাল,
তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে
হওয়াতে শুনি তোর কথোপকথন।
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।
ভাবনার বন্দরে তোর চলাচল
ভালোলাগে স্বপ্নে এই কোলাহল,
তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে
হওয়াতে শুনি তোর কথোপকথন।
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।
If you find any mistake in “keno eto chai toke lyrics imran“ Please let us know in Comment Below…Thanks….
See More Trending Songs…..