Nayan Tomare Pai Na Dekhite Lyrics (নয়ন তোমারে) Rabindra Sangeet | Buro Sadhu
Rabindra Sangeet Nayan Tomare Pai Na Dekhite Lyrics |
Song Credits:
Song: Nayan Tomare Pai Na Dekhite
Film: Buro Sadhu
Written & Directed by Vik
Producer: Wisemonk Creative
In-association with Abir Ghosh & Somnath Ghosh
DOP: Sanjib Ghosh
Song Editor: Shrimonto Dholui, Sumit Chaudhuri
D.I: Arindam
Don’t Forget To See Trending Song arnab dutta tume chara lyrics
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয়ও তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে।
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলেরও মত,
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলেরও মত,
স্থির আঁখি তুমি, মরমে সতত
জাগিছো শয়নে স্বপনে,
রয়েছ নয়নে নয়নে।
জানি আমি তোমায় পাবো নিরন্তর
লোক লোকান্তরে যুগ যুগান্তর,
জানি আমি তোমায় পাবো নিরন্তর
লোক লোকান্তরে যুগ যুগান্তর,
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোন বাধা নাই ভুবনে,
রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
রয়েছ নয়নে নয়নে
রয়েছ নয়নে নয়নে
রয়েছ নয়নে নয়নে।
If you find any mistake in “Rabindra Sangeet Nayan Tomare Pai Na Dekhite Lyrics“ Please let us know in Comment Below…Thanks….
See More Trending Songs…..
- Dugga Elo Lyrics Monali Thakur
- tui chara ke ache amar lyrics love story
- Bujhe gechi kake sagor bole bodhua lyrics
- love story toke akechi dupoloke lyrics
- Gotro murshid ekbar daw bole lyrics