Ek Din Shopner Din(Lyrics) – Hotat Bristi
Field | Information |
---|---|
Song Name | |
Singer Name | Tahsan Rahman Khan |
Lyrics Name | Ek Din Shopner Din |
Music Director Name | Tahsan Rahman Khan |
Label | CD Choice |
Ek Din Shopner Din Lyrics
একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়, দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসেনা ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জালায়, সৃতির মেলায়, কাটেনা আর দিন
একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে সুরু হয় চাওয়া পাওয়া
আজ সুধু পথ চাওয়া , বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া
সুধু সে গান ভোলে অভিমান, চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
যদি এ পথ ধরে, আমার এ মনের ঘরে, চিঠি হয়ে অগোচরে, আসে কেউ চুপিসারে
চাদের ঐ আলো হয়ে, আস মোর ভাঙ্গা ঘরে, দেখা যায়, যায়না ছোঁয়া , যেন গান চাপা স্বরে…
Ek Din Shopner Din Lyrics English
One day is a dream day
One day is a day of dreams, without the color of pain
A dream day comes in this life
In that thought, I think, the two eyes are called Ghor Varsha
It does not come, the fire in the mind,
In such a wretched land, in the fair of women, there is no more day
One day the wind suddenly stopped
Asking begins by weaving a web of questions
Seeking the right path today, singing the song of sorrow
The river of thought is in the chest, the tide is flowing upstream
Sudhu he forgets the song, shame, the eyes are useless, in the name of heavy rain
If along this path, in this house of my mind, invisible as a letter, someone comes quietly
Being that light of Chad, come to my broken house, can be seen, can’t be touched, like a song in a suppressed tone…
Watch Ek Din Shopner Din Vedio Song
#EkDinShopnerDin
#TahsanRahmanKhan
#SnahashishGhosh
#Adit
#CDChoice