Rong Tuli Lyrics Neemphul
Most Trending Song Now Evabe Chai Lyrics Shawon Gaanwala
|
Rong Tuli Lyrics Neemphul |
Bangla Font Rong Tuli Lyrics Neemphul
চোখের তারায়,
মেঘে ভিজে মিথ্যে রোদ
স্বপ্ন হারায়।পাশ ফিরে কাশ ফুল
প্রেমের খাতায়,
তোর ছবি জল রংগে
একে দিয়ে যায়।রং তুলি মন ছুলে
চোখের তারায়,
মেঘে ভিজে মিথ্যে রোদ
স্বপ্ন হারায়।
পাশ ফিরে কাশ ফুল
প্রেমের খাতায়,
তোর ছবি জল রংগে
একে দিয়ে যায়।
আমি বৃষ্টি ভিজে
দিন হতেই পারি
তুই কাগজের নোকা হলে।
আমি সব কাজ ফেলে ছুতু
আস্তে পারি শুধু
তোর এ কপাল জল
আঙ্গুলে মেখে।
আমি বৃষ্টি ভিজে
দিন হতেই পারি
তুই কাগজের নোকা হলে।
আমি সব কাজ ফেলে ছুতু
আস্তে পারি শুধু
তোর এ কপাল জল
আঙ্গুলে মেখে।
চেনা সোনা জানা হাত
বাড়িয়ে দিলে,
অভিমান পিছুটান
ঘুরিয়ে দিলে।
চেনা সোনা জানা হাত
বাড়িয়ে দিলে,
অভিমান পিছুটান
ঘুরিয়ে দিলে।
আমি রোদ ঝড়ে তোল পারে
করবো আবার তুই
একবার বৃষ্টি হলে।
আমি হেরে বহু বার হেরে শুন
ফিরবো আবার তুই
চেনা নামে ডাকবি বলে।
আমি রোদ ঝড়ে তোল পারে
করবো আবার তুই
একবার বৃষ্টি হলে।
আমি হেরে বহু বার হেরে শুন
ফিরবো আবার তুই
চেনা নামে ডাকবি বলে।
রং তুলি মন ছুলে
চোখের তারায়,
মেঘে ভিজে মিথ্যে রোদ
স্বপ্ন হারায়।
পাশ ফিরে কাশ ফুল
প্রেমের খাতায়,
তোর ছবি জল রংগে
একে দিয়ে যায়।
রং তুলি মন ছুলে
চোখের তারায়,
মেঘে ভিজে মিথ্যে রোদ
স্বপ্ন হারায়।
English Font Rong Tuli Lyrics Neemphul Full Lyrics
Rong Tuli Lyrics Neemphul Song Credits:
Movie: Neemphul
Singer: Raghab Chatterjee
Music: Debasish Mallick
Lyrics: Debasish Mallick
Arranger/Programmer: Surajit Dhara