Xefer Harbo Na Lyrics (হারবো না লিরিক্স)
Xefer Harbo Na Lyrics |
Song Credits:
Song:Harbo Na Lyrics
Artist: Xefer
Music: Mark Don
Tune: Xefer & Mark Don
Flute: Sayon Mansang
Lyrics: Rakib Hasan Rahul
Cast: Sunerah Binte Kamal, Sariful Razz
Director: Nahiyan Ahmed
Don’t Forget To See Trending Song arnab dutta tume chara lyrics
চোরাবালি মোহনায়
সত্তার ভরসায়
দাঁড়িয়ে আছি ডুবে যাবো না,
তারকাঁটা সীমানা
আমার জন্যনা
পেছনে ফেরা হবে না,
পথের বাধা ভেঙ্গে দিয়ে
শত ঝড়ের আঘাত নিয়ে
শিখেছি আমি সবি নিয়তি থেকে,
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা, আমি নোনা জলে।
না…, আর হারবো না…
দেবো না আর কেড়ে নিতে
যা আমার অধিকার……।
না…, আর হারবো না…
দেবো না আর কেড়ে নিতে
যা আমার অধিকার……।
মায়া জালে জড়িয়ে
ধোঁয়াশায় হারিয়ে
পেয়েছি ক্ষত দাগ জীবনে,
পথের বাধা ভেঙে দিয়ে
শত ঝড়ের আঘাত নিয়ে
শিখেছি আমি সবি নিয়তি থেকে,
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা, আমি নোনা জলে……।
না…, আর হারবো না…
দেবো না আর কেড়ে নিতে
যা আমার অধিকার……।
না…, আর হারবো না…
দেবো না আর কেড়ে নিতে
যা আমার অধিকার……।
ভেঙ্গে দিয়ে বন্ধ এ দ্বার
সময় আমার
গড়ে নিবো ঠিকই নিজেরি হাতে,
রবো না বন্ধ ঘরে…
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও
ছবি এঁকে যাবো সত্যের প্রতিটি…
হারবো না অন্ধকারে।
না…, আর হারবো না…
দেবো না আর কেড়ে নিতে
যা আমার অধিকার……।
না…, আর হারবো না…
দেবো না আর কেড়ে নিতে
যা আমার অধিকার……।
If you find any mistake in “Xefer Harbo Na Lyrics“ Please let us know in Comment Below…Thanks….
See More Trending Songs…..
- keno eto chai toke lyrics imran
- tui chara ke ache amar lyrics love story
- Bujhe gechi kake sagor bole bodhua lyrics
- love story toke akechi dupoloke lyrics
- Gotro murshid ekbar daw bole lyrics