Kaacher Bhromor Lyrics (কাছের ভ্রমর) Bong Studio Originals | Moitry
kaacher bhromor lyrics moitry |
Song Credits:
Singer: Moitry Chakraborty
Music & Lyrics: Pijush Das
Additional Vocal: Pijush Das
Music Arrangements: Dipesh Chakraborty
Mix & Master: Dipesh Chakraborty
Recording Studio: Studio Dhaaron
Don’t Forget To See Trending Song arnab dutta tume chara lyrics
আমার মনের ক্ষত
উঠবে কি আর সেরে?
বন্ধুরে মোর কাছের ভ্রমর
কবেই গেছে ছেড়ে।
আমার নামেই যত
প্রাণের কথা সেরে
বন্ধুরে মোর, কাছের ভ্রমর
কবেই গেছে ছেড়ে
কবেই গেছে ছেড়ে।
মন পিছু ফিরে তার কাছে যাবে
সেতো জানেই আমায় পাশে পাবে
সেতো ডাকলোনা, পাশে থাকলোনা
তাকে বোঝাই কিভাবে?
মনে মনে সে কি চাইতো আমাকে?
একাকী সে আজও কার ছবি আঁকে?
মন জানল না, বাধা মানল না,
হারিয়েছি তাকে।
পুরনো অভ্যেসে, সবাই ফিরে আসে,
বন্ধুরে মোর, কাছের ভ্রমর,
নেই যে আমার পাশে।
আমার মনের ক্ষত
উঠবে কি আর সেরে?
বন্ধুরে মোর, কাছের ভ্রমর,
কবেই গেছে ছেড়ে
কবেই গেছে ছেড়ে
কবেই গেছে ছেড়ে।
If you find any mistake in “kaacher bhromor lyrics moitry“ Please let us know in Comment Below…Thanks….
See More Trending Songs…..
- Dugga Elo Lyrics Monali Thakur
- tui chara ke ache amar lyrics love story
- Bujhe gechi kake sagor bole bodhua lyrics
- love story toke akechi dupoloke lyrics
- Gotro murshid ekbar daw bole lyrics