Tomake Chai | Arijit Singh
Field | Information |
---|---|
Song Name | |
Singer NameTausif | Arijit Singh |
Lyrics Name | Prasen |
Music Director Name | Indraadip Dasgupta |
Label | Sangeet Bangla |
Tomake Chai Lyrics
চল বলে ফেলি
কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়
তোমাকে চাই।।
ঝলসানো রাতের
এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার
আর রোশনাই।।
কার্নিশে আলতা মাখানো
দিনেরা ঢলে পড়ে রাতে
তারপরে রাত্রি জাগানো
বাকি টা তোমার ই তো হাতে।।
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
তোমাকে পাই।।
চল বলে ফেলি
কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়
তোমাকে চাই।
জানো কি?
কেন দিন দুপুরে স্বপ্নে ভিজেছি
মানো কি?
কেন রাত্রি হয়ে নামতে বসেছি
প্রতিদিন সবসময়
দেখা দেখি হলে বড় ভালো হয়।।
ক্ষতি নেই
কাছে না বলে কয়েই চলে এলে
দেখো সেই
খুশি সাজাবো আমি হাজার ফুলে
প্রতিদিন সবসময়
দেখা দেখি হলে বড় ভালো হয়।।
চল বলে ফেলি
কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়
তোমাকে চাই।।
ঝলসানো রাতের
এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার
আর রোশনাই।।
কার্নিশে আলতা মাখানো
দিনেরা ঢলে পড়ে রাতে
তারপরে রাত্রি জাগানো
বাকি টা তোমার ই তো হাতে।।
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
তোমাকে পাই।।
Tomake Chai Lyrics English
Let me tell you
How much talk
Born to tell you
want you
scorching night
About this burn
you are my darkness
And the light.
Alta Makhana on the cornice
Day falls into night
Then wake the night
The rest is in your hands.
When I wake up, I just want to fall asleep
Let’s go for a walk in that cloud
I got you.
Let me tell you
How much talk
Born to tell you
want you
you know what
Why am I drenched in dreams at noon?
What do you mean?
Why am I sitting down at night?
every day always
It’s great to see.
no harm
If someone comes without telling you
look at that
I will decorate the happiness with a thousand flowers
every day always
It’s great to see.
Let me tell you
How much talk
Born to tell you
want you
scorching night
About this burn
you are my darkness
And the light.
Alta Makhana on the cornice
Day falls into night
Then wake the night
The rest is in your hands.
When I wake up, I just want to fall asleep
Let’s go for a walk in that cloud
I got you.