Minar Abar Jokhon Lyrics
abar jokhon lyrics minar |
Song Credits:
Song: Abar Jokhon
Singer: Minar
Lyric, Tune & Composition: Minar
Music Arrangement: Pavel Areen
Cast: Shajal Noor & Mehazabien
Language: Bangla
Label: Agniveena
Don’t Forget To See Trending Song arnab dutta tume chara lyrics
আবার যখন আকাশ হয়ে
বৃষ্টির জলে আটকে পড়ে
তোমায় দেখবো
তখন তুমি ফিরিয়ে দিওনা।
আবার যখন অন্তরালে
একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো
তখন তুমি অভিমান করো না।
আবার যখন জোছনা রাতে
শিশির ভেজা ঘাসের মাঝে
থাকবো বসে একা
তখন তুমি প্রশ্ন করো না।
আবার যখন পথহারা পথে
অবচেতনার অন্ত্মিলে
ছুটতে থাকি আমি
তখন তুমি পিছু ডাক দিওনা।
যখন নিঝুম রাতের তারা
এক ফালি চাঁদ জোছনা ভরা,
জোনাকির আলোয় হাত বাড়িয়ে
আমায় ডাকে না নানা নানা নানা।
যখন মোহের অন্তরালে
রঙিন কোনো স্বপ্ন জালে,
আমার ছোটো নাওয়ের মাঝি
ফিরতে পারে না নানা নানা নানা।
যখন নিঝুম রাতের তারা
এক ফালি চাঁদ জোছনা ভরা,
জোনাকির আলোয় হাত বাড়িয়ে
আমায় ডাকে না।
যখন মোহের অন্তরালে
রঙিন কোনো স্বপ্ন জালে
আমার ছোটো নাওয়ের মাঝি
ফিরতে পারে না তখনও,
তখনও তোমায় ভালোবাসি,
তখনও তোমায় ভালোবাসি,
তখনও তোমায় ভালোবাসি।
If you find any mistake in “abar jokhon lyrics minar“ Please let us know in Comment Below…Thanks….
See More Trending Songs…..