Ekla Aakash Lyrics | Sandipan Roy
Song Credits:
Song: Ekla Aakash
Film : Ekla Aakash
Singers : Sandipan Roy
Music: Jeet Ganguly
Lyricist : Sandipan Roy
Ekla Aakash Lyrics In: Bangla
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে ।
আমার দিনগুলো সব রং চিনেছে
তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালোবেসে ।
তুমি চোখ মেললেই, ফুল ফুটেছে
আমার ছাদে এসে,
ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায়
তোমায় ভালোবেসে ।
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে ।
আমার ক্লান্ত মন, ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম, পেতে চাইতাম,
শুধু তোমার টেলিফোন ।
ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুখ
রোদ গাইতো, আমি ভাবতাম
তুমি কোথায়, কতদূর?
আমার বেসুর গিটার সুর বেঁধেছে
তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালোবেসে ।
আমার একলা আকাশ চাঁদ চিনেছে
তোমার হাসি হেসে,
শুধু তোমায় ভালোবেসে ।
Ekla Aakash Lyrics | Sandipan Roy |
অলস মেঘলা মন,
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতো, ছুঁতে চাইতো
তুমি আসবে আর কখন?
শ্রান্ত ঘুঘুর ডাক
ধুলোমাখা বইয়ের তাক
যেন বলছে, বলে চলছে,
থাক, অপেক্ষাতেই থাক ।
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে ।
আমার দিনগুলো সব রং চিনেছে
তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালোবেসে ।
Ekla Aakash Lyrics In: English
Amar ekla aakash thomke geche
Raater srote vese,
Sudhu tomay valobashe.
Amar diungulo Sob rong chineche
Tomar kache ese,
Sudhu tomay valobase.
Tumi chokh mellai, ful futeche
Amar chade ese,
Vorer shishir thot chuwa jaay
Tomay Valobashe.
Amar ekla aakash thomke geche
Raater srote vese
Sudhu tomay valobashe.
Amar kelanto mon, ghor khujeche jokhon
Ami chaitam, pete chaitam,
Sudhu tomar telephone.
Ghor vora dupur, amar ekla thakar suk
Rod gaito, ami vabtam
Tumi kothay, kotodur?
Amar besur guitar sur bedheche
Tomar kache eshe
Sudhu tomay valobashe.
Amar ekla aakash chad chineche
Tomar hasi hese
Sudhu tomay valobashe.
|
Ekla Aakash Lyrics | Sandipan Roy |
Olosh meghla mon,
Amar aabcha ghorer koon
Chaye roito, chute chaito
Tumi aasbe aar kokhon?
Sranto ghughur daak
Dhulo makha boiyer taak,
Jeno bolche, Bole cholche,
Thak, opekkha tei thak.
Amar ekla aakash thomke geche
Raater srote vese,
Sudhu tomay valobashe.
Amar diungulo Sob rong chineche
Tomar kache ese,
Sudhu tomay valobase.
See More New Kolkata Bangla Lyrics Here…..
Kanu Haramzada Lyrics | Bhokatta
Bhoot Hashche Lyrics – Udumbhoom
Ebhabe Amay Lyrics | Timir Biswas And Seija Mandal
ami tumake valoasi lyrics | kidnap – dev
Oi Dakche Aakash Lyrics | (Kidnap) Dev – Jeet Ganguli
Tags:
#Ekla-Aakash-lyrics
#Ekla-Aakash-video-song
#Sandipan-Roy
#Jeet-Ganguly
#old-is-gold