Shunnota lyrics by arman Alif
Field | Information |
---|---|
Song Name | |
Singer Name | Arman Alif |
Lyrics Name | Arman Alif |
Music Director Name | Sahriar Rafat |
Label | CMV |
Shunnota lyrics
শূন্যতা কত আমায় ঘিরে,
মধ্য রাতে হঠাৎ করে তাকে মনে পড়ে,
তোমার সাথে আড়ি আমার সেই কবে থেকে…
তাই হাসি আমার ছুটি নিয়েছে খুব যত্ন করে…..(x2)
আমি নীরবে কেঁদে-কেঁদে যারে হাসতে শেখালাম,
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম,
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম…
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম,
অন্য মানুষ যার নাম,
ও মেয়ে অন্য হাত যার নাম।
সেই পরিচিত মেসেজ এর টোনটাও
অচেনা লাগে আজ,
অচেনা লাগে আমার অতি প্রিয়
সেই মানুষ টার সাজ,
প্রতিনিয়ত এই মন আমার করে হাহাকার
বোকার মতো ভেবে যাই সেই তুমি কার? তুমি কার?
আমি নীরবে কেঁদে-কেঁদে যারে হাসতে শেখালাম,
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম,
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম,
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।
সেই পুরোনো হওয়া গলির পথটাও
তোমায় খোঁজে আজ
কেউ জানলো না রে আমার তরে
আর মায়া নাই তোমার,
ঘুমের ঘোরে ঘুরে ফিরে
আজ তোমায় চাওয়া খুব,
তুমি ভালোই আছো ভালোই থাকো
আমি হারাই আমার ঘুম…..(x2)
আমি নীরবে কেঁদে-কেঁদে যারে হাসতে শেখালাম,
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম,
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম,
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম,
ও মেয়ে অন্য হাত যার নাম।
Shunnota lyrics English
How much emptiness surrounds me,
In the middle of the night he suddenly remembered,
Ever since I fell in love with you…
So Hashi took my leave with great care…..(x2)
I taught him to laugh by crying in silence,
It’s better if you live there
Another man named,
I taught you to smile with great care
When you walk, he holds your hand
The other hand is called…
The other hand is named
And the girl is another person whose name is,
Another man named,
And the girl whose name is another hand.
That familiar message tone too
feels strange today
It seems strange, my dearest
That man’s outfit
Constantly this mind makes me cry
I think like a fool, who are you? whose are you
I taught him to laugh by crying in silence,
It’s better if you live there
Another man named,
I taught you to smile with great care
When you walk, he holds your hand
The other hand named,
The other hand is named
And the girl is another person whose name is,
Other people whose name
And the girl whose name is another hand.
That old lane way too
looking for you today
No one knew about me
You have no more love,
Turn around sleepily
I want you so much today.
you are fine stay fine
I lose my sleep…..(x2)
I taught him to laugh by crying in silence,
It’s better if you live there
Another man named,
I taught you to smile with great care
When you walk, he holds your hand
The other hand named,
The other hand named,
That girl is another person’s name
Another man named,
And the girl whose name is another hand.
Watch Shunnota Vedio Song
#ArmanAlif
#Shunnota
#BanglaMusic
#Lyrics
#Music