Ohongkar (অহংকার) Lyrics Arman Alif(2019)
Field | Information |
---|---|
Song Name | |
Singer NameTausif | Arman Alif |
Lyrics Name | Ohongkar (অহংকার) |
Music Director Name | Arman Alif |
Label | CD Choice |
Ohongkar (অহংকার) Lyrics
আরও সুন্দর হও তুমি,
পরী যেমন হয় ।
উড়তে তোমায়, ঐ বিধাতা
পাখা যেন দেয় ।
মানুষ তুমি নও, দেবী
তবু চমৎকার ।
অহংকারে পা পড়ে না,
মাটিতে তোমার ।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার ।
দেখবো তোমার ওড়াওড়ি
থেকে আমি আমার ।
রোদে আমার পুড়ুক দেহ,
চাই না তোমার ছায়া ।
তোমার মতোই পাথর হবো
ভুলবো মায়া দয়া ।
মানুষ তুমি নও, দেবী
তবু চমৎকার ।
অহংকারে পা পড়ে না,
মাটিতে তোমার ।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার ।
দেখবো তোমার ওড়াওড়ি
থেকে আমি আমার ।
রাত পোহালেই ঘুম ফুরাবে,
স্বপ্ন যাবে উড়ে ।
কাছে আসতে চাইলে তুমি,
আমি যাবো দূরে ।
মানুষ তুমি নও, দেবী
তবু চমৎকার ।
অহংকারে পা পড়ে না,
মাটিতে তোমার ।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার ।
দেখবো তোমার ওড়াওড়ি
থেকে আমি আমার ।
Ohongkar (অহংকার) Lyrics English
be more beautiful you
As fairies are.
Fly to you, that goddess
The fan should give.
You are not human, goddess
Still nice.
Do not step on pride,
yours on the ground
Now to touch you
I don’t want
I will see your movement
I am from
My burnt body in the sun,
I don’t want your shadow.
I will be a stone like you
I will forget Maya Daya.
You are not human, goddess
Still nice.
Do not step on pride,
yours on the ground
Now to touch you
I don’t want
I will see your movement
I am from
Sleep will run out in the middle of the night,
Dreams will fly away.
If you want to come closer,
i will go away
You are not human, goddess
Still nice.
Do not step on pride,
yours on the ground
Now to touch you
I don’t want
I will see your movement
I am from
Watch Ohongkar Vedio Song
#ArmanAlif
#BanglaSong
#Ohongkar
#CDChoice
#অহংকার