Na Bola Kotha – Eleyas Hossain & Tasmina Aurin
Field | Information |
---|---|
Song Name | |
Singer Name | Eleyas Hossain & Aurin |
Lyrics Name | Alif Ahsan Dipu |
Music Director Name | Ayon Chaklader |
Label | Cd Choice |
না বলা কথা লিরিক্স ইন: বাংলা
শোন, বলি তোমায়
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই,
বল , কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই,
ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার,
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়।
আকাশের ওই নীল্ ঠিকানায়
মেঘেরা সাদা ডানা ছড়ায়,
ওদেরই সেই ভালবাসা
এই মনে আজ পেয়েছে ঠাই,
জড়াবো আদরে তোমাকে অনুভবে
আকাশের চেয়ে বেশী
তোমাকেই ভালবাসি।
ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার,
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়।
সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি,
রুপকথা’র রাজকুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি,
ভালবাসি তোমায়
পুরনো অনুভবে,
এই মনেরিই জগতে
রাজকুমারী তুমি।
ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার,
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয় ।
শোন , বলি তোমায়
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই,
বল , কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই,
ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার,
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়।
না বলা কথা লিরিক্স ইন: ইংলিশ
suno, boli tomay
na bola kotha gulo aj bole dite chai,
bolo, ki bolte chaw
sarati jibon dhore sune jate chai,
valobasi ame j tumai,
ei kothatai chilo sudu bolar
valobasi amio tumai
sob kotha ki muk e bole dite hoi.
akash er oi nil thikanay
meghera sada dana choray,
oderei sai valobasa
ei mon e aj payeche tai,
jorabo adore tumake onuvobe
akash er chay basi,
tumakai valobasi.
valobasi ami j tumay
ei kothatai chilo sudu bolar,
valobasi amio tumay
sob kotha ki muk e bole dite hoi.
saat sagor ar tero nodi
par hoi tumi aste jodi,
rupkothar rajkumar hoi e
amai tume valobaste jodi,
valobasi tumay
purono onuvobe,
ei moneri jogote
rajkumar tumi.
valobasi ame j tumay,
ei kothai sudu chilo bolar,
valobasi ameo tumay
sob kotha ki mukh e bole dite hoi.
suno, boli tumai
na bola kotha gulo aj bole dite chai,
bolo, ki bolte chaw
sarati jibon dhore sune jate chai,
valobasi ame j tumay,
ei kothay chilo sudu bolar,
valobasi ameo tumay
sob kotha ki mukh e bole dite hoi..
Watch Na Bola Kotha Vedio Song
#NaBolaKotha
#EleyasHossain
#BanglaMusic
#Lyrics
#MusicDirector
#Bangladesh