Megheri Khame (মেঘেরই খামে) Lyrics by Imran Mahmudul
Field | Information |
---|---|
Song Name | |
Singer Name | Imran Mahmudul & Atiya Anishaa |
Lyrics Name | Robiul Islam Jibon |
Music Director Name | Imran Mahmudul |
Label | Dhruba Music Station |
Megheri Khame Lyrics
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
ছিল যত শূণ্যতা, পেয়েছে আজ পূর্ণতা,
তোরই মাঝে হয়ে গেছি নিলাম..
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
ভাসি চল, আকাশের, ঐ নীলিমায়
ইচ্ছেরই ডানা মেলে।
আজ মন, তোর সাথে, হারাতে চায়
রংধনুর ঐ মিছিলে।
মিষ্টি কিছু বলে, আঙুল রেখে আঙুলে
তোরই পাশে থাকতে এলাম ..
মেঘেরই খামে, রোদেরই শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
উড়ি চল সুখেরই নীল জোছনায়
স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে।
দুটি চোখ তোর গায়ে জড়াতে চায়
আবেগে বিভোর হয়ে।
বৃষ্টি সিঁড়ি বেয়ে, হৃদয় রেখে হৃদয়ে
তোরই ছবি আঁকতে এলাম।
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে, জানিয়ে দিলাম।
Megheri Khame Lyrics English
How many feelings, Abdare
I write stories with your smile again and again.
How many feelings, Abdare
I write stories with your smile again and again.
As much as there was emptiness, got fullness today,
I have become between you..
In the envelope of the clouds, in the head of the sun
I told you I love you.
Float, sky, in that blue sky
Wings of desire.
Today the mind, with you, wants to lose
In the procession of the rainbow.
Say something sweet, put your finger on your finger
I came to be by your side..
In the envelope of the clouds, in the head of the sun
I told you I love you.
Let’s fly in the blue sky of happiness
Touching the night of dreams.
Two eyes want to fix on you
Overwhelmed with emotion.
Rain down the stairs, heart to heart
I came to draw your picture.
In the envelope of the clouds, in the head of the sun
I love you, I told you.
Watch Megheri Khame Vedio Song
#MegheriKhame
#ImranMahmudul
#BanglaMusic
#LyricsByImranMahmudul