Kichchu Chaini Aami Lyrics (কিচ্ছু চাইনি আমি) – Anirban Bhattacharya
Field | Information |
---|---|
Song Name | |
Singer NameTausif | Anirban Bhattacharya |
Lyrics Name | Dipangshu Acharya |
Music Director Name | Prasen |
Label | SVF Music |
Kichchu Chaini Aami Lyrics
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে (x2)
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা,
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গেছি মরে,
বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়াপথ ধরে
খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজো ভুলে।
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
Female Version by Madhubanti Bagchi (V2)
বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা।
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে,
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে,
চেনা কিশোরীর মত আমাকে নানান নামে ডাকে।আমাদের পথ চেয়ে মানুষেরা দিন গোনে তাই
তোমাকে ভাবে যেন আজীবন ভালবেসে যাই।
না, না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
Kichchu Chaini Aami Lyrics English
I wanted nothing but a lifetime of love,
I also belong to those who die again and again
No, I didn’t want anything.
Without a lifetime of love,
I also belong to those who die again and again.
As time wears on, the inscription fades away.
I sit alone waiting for a lover (x2)
Proverbs in the air and primeval stars in the sky,
Proverbs in the air and primeval stars in the sky,
I wanted nothing but love forever.
It’s good to live in your hands, I’m dying.
It’s good to live in your hands, I’m dying.
I came back again through the Neva Neva galaxy
I find your mouth opening all fables,
The world has not forgotten the beauty of the princess.
No, I didn’t want anything.
A lifetime without love
I also belong to those who die again and again
I wanted nothing but a lifetime of love,
I also belong to those who die again and again.
Female Version by Madhubanti Bagchi (V2) English
A gray mist covers the steps of the blue palace,
Our coming back after dying again and again.
I saw your house bend towards the city,
I saw your house bend towards the city,
Called me different names like a girl I know.
That’s why people count the days looking for our way
I think I will love you forever.
No, no, I wanted nothing but a lifetime of love,
I also belong to those who die again and again.
Watch Kichchu Chaini Aami Vedio Song
#AnirbanBhattacharya
#BengaliMusic
#KichchuChainiAami
#IndianMusic
#ActorSinger