Homeopethir Dose Lyrics – Tasrif Khan – Kureghor Band
Field | Information |
---|---|
Song Name | |
Singer Name | Tasrif Khan |
Lyrics Name | Tasrif Khan |
Music Director Name | Tasrif Khan |
Label | (Label name) |
Homeopethir Dose Lyrics
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই(x2)
স্বপ্নে এসে ভাগ বসাবো,
থাকবে জোৎস্না রাত
বৃন্দাবনে হাঁটবো দুজন,
হাতে রেখে হাত(x2)
সাত সকালে ঘুম ভাঙ্গাবো,
গরম-গরম কাচ্চি খাবো(x2)
টালবাহানায় কাজ হবে না..
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই(x2)
পঙ্খীরাজের ডানায় চড়ে যাবো তেপান্তর
গোলপাতারই ছাউনি দিয়ে,
বাঁধবো প্রেমের ঘর(x2)
সন্ধ্যে হলে বাইরে যাবো,
মানিক মিয়ার ফুচকা খাবো
সন্ধ্যে হলে বাইরে যাবো,
মানিক মিয়ার ফুচকা খাবো
আমায় তুমি মণ করো না..
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই(x2)
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই(x2)
Homeopethir Dose Lyrics English
Homeopathy dosage,
I need it everyday
I am suffering from love cancer,
Take a look
in your mind
give me room
As the gardener of love,
want to pick flowers(x2)
Come and share in a dream,
There will be a night of witchcraft
We will walk together in Vrindavan.
hand in hand(x2)
I will wake up at seven in the morning,
(x2)
Talbahana will not work..
Homeopathy dosage,
I need it everyday
I am suffering from love cancer,
Take a look
in your mind
give me room
As the gardener of love,
want to pick flowers(x2)
Tepantar will ride on Pankhiraj’s wings
With a canopy of leaves,
Bindbo Love House(x2)
I will go out in the evening.
Manik Mia’s fuchka will eat
I will go out in the evening.
Manik Mia’s fuchka will eat
You don’t like me..
Homeopathy dosage,
I need it everyday
I am suffering from love cancer,
Take a look
in your mind
give me room
As the gardener of love,
want to pick flowers(x2)
Homeopathy dosage,
I need it everyday
I am suffering from love cancer,
Take a look
in your mind
give me room
As the gardener of love,
want to pick flowers(x2)