Ferate parini (ফেরাতে পারিনি) Rehaan Rasul 2019
Field | Information |
---|---|
Song Name | |
Singer Name | Rehaan Rasul |
Lyrics Name | Mahmood Manzoor |
Music Director Name | Naved Parvez |
Label | CINEMAWALA |
Ferate parini Lyrics
সবই বুঝি
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত।
ফেরাতে পারিনি আমি….
পারিনি তোমার হতে,
তুমিতো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো,
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত।
সেই যে ভালোবেসে….
হৃদয়ের পাল তুলে,
প্রেমের বৈঠা নিয়ে
অজানায় গিয়েছো চলে।
ফেরাতে পারিনি আমি….
পারিনি তোমার হতে,
তুমিতো গিয়েছো চলে….
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো,
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত।
এই যে আলো থেকে
আঁধারে দিয়েছো ঠেলে,
কী যে একা-একা লাগে
চোখ ভিজে লোনা জলে।
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে,
তুমিতো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো,
তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি
নীল প্রজাপতি শত।
Ferate parini Lyrics English
understand everything
Still like an idiot.
look for you
The wound of losing.
I still think today
Why like pain?
draw in heart
Blue Prajapati Shat.
I could not return…
I couldn’t be yours,
you are gone
Fast forward to the path of light.
understand everything
Yet like a fool,
look for you
The wound of losing.
I still think today
Why like pain?
draw in heart
Blue Prajapati Shat.
That love…
raise the sails of the heart,
with the love of love
You have gone into the unknown.
I could not return…
I couldn’t be yours,
You are gone…
Fast forward to the path of light.
understand everything
Yet like a fool,
look for you
The wound of losing.
I still think today
Why like pain?
draw in heart
Blue Prajapati Shat.
from this light
You pushed me into the darkness,
Why do you feel alone?
Eyes get wet with water.
I couldn’t turn it back
I couldn’t be yours,
you are gone
Fast forward to the path of light.
understand everything
Yet like a fool,
look for you
The wound of losing.
I think even today
Why like pain?
draw in heart
Blue Prajapati Shat.
Watch Ferate parini Vedio Song
#FerateParini
#RehaanRasul
#BanglaMusic
#2019Hits
#ফেরাতেপারিনি
#বাংলা_সংগীত