OPORADHI ( অপরাধী ) LYRICS – ARMAN ALIF – 2018
Field | Information |
---|---|
Song Name | |
Singer NameTausif | Arman Alif |
Lyrics Name | Oporadhi (অপরাধী) |
Music Director Name | Arman Alif |
Label | Eagle Music |
OPORADHI BANGLA LYRICS
একটা সময় তোরে আমার সবি ভাবিতাম ,
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম।
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম ,
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম। (২ বার )
ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই ,
এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই।
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে ,
তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে।
ও মাইয়ারে , মাইয়ারে তুই, অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে ?
মাইয়া তুই বড় অপরাধী , তোর ক্ষমা নাই রে।
তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম ,
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম।
হাই রে ! রাইতের পর রাইত জাইগা গান লিখিতাম ,
আমার সেই গানেরও সুরে তোরে খুঁজিয়া লইতাম। (২ বার )
এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে ?
এতো ভালোবাসার পরেও আমার কম কি ছিলো রে ?
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়।
ও মাইয়ারে,মাইয়ারে তুই,অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী,তোর ক্ষমা নাই রে।
তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না ,
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না।
কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না,
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভীড় জমায় না। (২ বার )
এখন তাঁরার মতো জ্বলে নেভে কষ্ট গুলা রে ,
আমি গীটার সুর সাথে লইয়া ভালোই আছি রে।
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়।
ও মাইয়ারে , মাইয়ারে তুই, অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে ?
মাইয়া তুই বড় অপরাধী , তোর ক্ষমা নাই রে। (২ বার )
OPORADHI BANGLA LYRICS ENGLISH
Once upon a time I thought of you as my everything.
I used to keep you in my heart.
I used to feel sad when I saw the picture of your smiling face.
How could I get lost after listening to you? (2 times)
Oh, in the cage of my mind, I gave you a place.
Now there is no place for me in your mind.
Ore Adar Kaira Puslam in the cage bird,
You go to someone else’s cage.
O Maiare, Maiare you, criminal,
Give back the love made by me.
Who gave me the right to play with my feelings?
Maya, you are a big criminal, you have no forgiveness.
I used to run away from school to take a look at you.
I used to buy emotion with all my tiffin savings.
Hi Ray! I wrote the song Rait Jaiga after Rait,
I used to look for you in the tune of that song of mine. (2 times)
How do you spend time alone now?
Even after so much love, what did I lack?
Every day, insects call me in my ear,
You see, there is no one in the Tribhuvan.
O Maiare, Maiare you, criminal,
Give back the love made by me.
Who gave me the right to play with my feelings?
Maya, you are a big criminal, you have no forgiveness.
The green light next to your name no longer shines,
Now no one cares about gambling at night.
I don’t wake up looking at someone’s smiling face.
No one even throngs the Flexiload shop anymore. (2 times)
Now, like them, burn and burn.
I am fine with the guitar tone.
Every day, insects call me in my ear,
You see, there is no one in the Tribhuvan.
O Maiare, Maiare you, criminal,
Give back the love made by me.
Who gave me the right to play with my feelings?
Maya, you are a big criminal, you have no forgiveness. (2 times)
Watch OPORADHI ( অপরাধী ) Vedio Song
#Oporadhi
#ArmanAlif
#AnkurMahamud
#EagleMusic