Nicotine Lyrics With Video (নিকোটিন)
Field | Information |
---|---|
Song Name | |
Singer NameTausif | Arman Alif |
Lyrics Name | Nicotine |
Music Director Name | Arman Alif |
Label | N/A |
Nicotine Lyrics
কোনো এক রাতের কিছু
লুকোনো দীর্ঘশ্বাস ছিলো
ধরা ছোঁয়ার বাইরে থাকা
কিছু গল্পেরা জেগে ছিলো
প্রিয় গানটার সুরের মাঝেও ছিলো
তার আসা যাওয়া
এই অবেলায় কেন এভাবে আমার
একলা হয়ে যাওয়া
আজও কেন কেউ ছায়া হয়ে পাশে
ধীর পায়ে হাটে
সে হীনা সব ঘোরগুলো কেনো
নিকোটিনেই কাটে
ভালোবাসি বলে জড়াবো মায়ায়
স্বপ্ন এঁকে রাখি
অনেক আড়ালে সরে গেলেও
তোমার মাঝেই থাকি
তোমার শহরের কোনো কোণে কেউ
মায়া জমায় কি
আমি এখনো ভাবি সেই তোমাকে
ফেরানো যাবে কি
সেই নীল শাড়ি, আমার বাড়াবাড়ি
মনে পরে কি
জোনাক পোকারা তোমায় এখনও আর
গল্প শোনায় কি
আজও কেন কেউ ছায়া হয়ে পাশে
ধীর পায়ে হাটে
সে হীনা সব ঘোর গুলো কেনো
নিকোটিনেই কাটে
ভালোবাসি বলে জড়াবো মায়ায়
স্বপ্ন এঁকে রাখি
অনেক আড়ালে সরে গেলেও
তোমার মাঝেই থাকি
কার চোখে কি স্বপ্ন এঁকে আজ
নিজেকে হাসাও
কোন আড়ালে লুকাও তোমায়
তুমি কেমন চোখে তাকাও
কখনো কি আর একলা লাগে তোমার
আমার কারণে
যদি লাগে তবে কি ভুলে
আমাকে হারালে
আমারও খুব একলা লাগে
আজ তোমার কারণে
সত্যি বলছি আর যাবো না
আবারও ফিরে পেলে
তবুও যদি একলা লাগে খুব
আমার অভাবে
পাশে চেয়ে দেখো আছি আজও
আমি তোমার ছায়া হয়ে
Nicotine Lyrics English
Something of a night
There was a hidden sigh
Being out of touch
Some stories were alive
It was also in the melody of the favorite song
his coming and going
Why am I like this?
getting lonely
Even today, why is someone standing next to me as a shadow?
Walk slowly
Why are all those scumbags?
Nicotine cuts
I’ll get involved in the illusion that I love you
Draw the dream
Even if he moved behind a lot
I live in you
Someone in some corner of your city
What is the illusion?
I still think of you
Can it be returned?
That blue saree, my extravagance
What do you remember?
Bugs are still on you
What does the story tell?
Even today, why is someone standing next to me as a shadow?
Walk slowly
Why is he doing all the tricks?
Nicotine cuts
I’ll get involved in the illusion that I love you
Draw the dream
Even if he moved behind a lot
I live in you
Whose eyes are dreaming today?
laugh at yourself
Hide yourself behind something
how do you look
Do you ever feel lonely?
because of me
If you need it, forget it
If you lose me
I feel very lonely too
Today is because of you
Honestly, I won’t go again
If you get back again
Even if you feel lonely
in my absence
I’m still here today
I am your shadow