ISSH ( ইশ ) SONG LYRICS – IMRAN MAHMUDUL
Field | Information |
---|---|
Song Name | |
Singer NameTausif | Imran Mahmudul |
Lyrics Name | ISSH (ইশ) |
Music Director Name | Imran Mahmudul |
Label | Dhruba Music Station |
ISSH ( ইশ ) SONG LYRICS
ইশ .. কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই
ইশ .. কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই ..
টোল পড়া ঐ হাসি,
আমি খুব ভালোবাসি..
ডুবেছি তোর প্রেমের নেশায়,
কাটবে না এ ঘোর সহসায়।
ডুবেছি তোর প্রেমের নেশায়,
কাটবে না এ ঘোর সহসায়।
শতকোটি মানুষের ভিড়ে,
আমার যে তুই, আপন শুধুই ..
উড়বে আমার এ মনের শহর,
অচেনা শোকে, না পেলে তোকে ..
দিবি কি আমায়,একটু ঠাই,
তোর মনের ওই সীমানায়
কে আর আছে যে বল,
যাকে ভেবে আমার চলাচল?
ইশ.. কি সুন্দর যে তুই..
আঁধারের মাঝেও যে তুই,
জোছনা নামাস,আমায় ভাষাস..
জ্বলছে আমার ইচ্ছে গুলো রোজ,
তোকে পাওয়ার,একটু ছোঁয়ার ..
থাকতে যে চাই ,সারাটি সময়,
তোর মনের ঐ পাহারায়..
পূর্ণিমা তোর কাছে,
দেখ হেরে যে বসে আছে ..
ইশ .. কি সুন্দর যে তুই ..
যার তুলনা হয়না কিছুই।
টোল পড়া ওই হাসি
আমি খুব ভালোবাসি।
ডুবেছি তোর প্রেমের নেশায়,
কাটবে না এ ঘোর সহসায়।
ডুবেছি তোর প্রেমের নেশায়,
কাটবে না এ ঘোর সহসায়..
ইশ .. কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই
ইশ .. কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই ..
ISSH ( ইশ ) SONG LYRICS ENGLISH
Ish.. how beautiful you are
Nothing compares
Ish.. how beautiful you are
Nothing compares to that..
That smile that is tolled,
I love so much..
Drowning in your love
It will not be cut quickly.
Drowning in your love
It will not be cut quickly.
In the crowd of hundreds of people,
You are mine, you are the only one..
The city of my mind will fly
Stranger mourns, if you don’t find you..
give me some room
In that border of your mind
Who else is there to say
What do you think of my movement?
Ish.. how beautiful you are..
Even in the dark you
Jochana namas, speak to me..
My desires are burning everyday,
To get you, touch a little..
want to stay, all the time,
In the guard of your mind..
full moon to you
Look at the loser who is sitting..
Ish.. how beautiful you are..
Nothing compares.
That smile is tolling
i love so much
Drowning in your love
It will not be cut quickly.
Drowning in your love
It will not be cut in a hurry..
Ish.. how beautiful you are
Nothing compares
Ish.. how beautiful you are
Nothing compares to that..
WATCH ISSH ( ইশ ) VEDIO SONG
#ISSH
#ImranMahmudul
#BanglaSong
#EagleMusic
#ইশ
#ইমরান মাহমুদুল