আমি কষ্ট পেতে ভালোবাসি -আইয়ুব বাচ্চু
Field | Information |
---|---|
Song Name | |
Singer Name | আইয়ুব বাচ্চু |
Lyrics Name | আমি কষ্ট পেতে ভালোবাসি |
Music Director Name | আইয়ুব বাচ্চু |
Label | S Series |
আমি কষ্ট পেতে ভালোবাসি.. আইয়ুব বাচ্চু Lyric
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি ।।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি ।।
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে
মেঘে ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয় ।।
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।।
আমি কষ্ট পেতে ভালোবাসি.. আইয়ুব বাচ্চু Lyric English
Not to touch any happiness
Not looking for a new life
looking into your eyes
Not a bright smile
hope not
No is not a language
I love to suffer
So come to you.
I put it on one side of the chest
A waterless desert
Whenever you want
Give me tears
I will give you if you want
Cross the ocean
I love to suffer
So come to you.
When my troubles
fly like a butterfly
All the flowers of sadness
Fall quietly
across my sky
Oblivion is filled with clouds
I love to suffer
So I run to you.
Not to touch any happiness
Not looking for a new life
looking into your eyes
Not a bright smile.
hope not
No is not a language
I love to suffer
So come to you.
Watch আমি কষ্ট পেতে ভালোবাসি.. আইয়ুব বাচ্চু VEdio Song
#আমিকষ্টপেতেভালোবাসি
#আইয়ুববাচ্চু
#BanglaSong
#BengaliMusic